তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাংলাদেশ সরকার প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনকারী অন্যতম প্রতিষ্ঠান। বর্তমান সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে চালিকা শক্তি হিসেবে গণ্য করে রূপকল্প : ২০৪১ এর লক্ষ্য মাত্রা দেশকে “স্মার্ট বাংলাদেশ” হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সরকারি পর্যায়ে আইসিটি অবকাঠামো উন্নয়ন, ই-গভর্ন্যান্স, আইসিটি সক্ষমতা উন্নয়ন, আইসিটি শিল্প উন্নয়ন, সরকারি সমস্ত তথ্যের সংরক্ষণাগার হিসেবে ডেটা সেন্টার স্থাপন, প্রদত্ত সরকারি সকল সেবা অনলাইনে চালুকরণ, আইসিটিতে বাংলা ভাষার উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ ব্রান্ডিং এবং সর্বোপরি দেশে উদ্ভাবনী ও স্টার্টআপ সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে বিসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২. পরিচিতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) দেশে তথ্যপ্রযুক্তির প্রসার এবং সরকারি পর্যায়ে কম্পিউটার প্রযুক্তির প্রচলন ও সম্প্রসারণে প্রতিষ্ঠিত প্রথম সরকারি প্রতিষ্ঠান।‘জাতীয় কম্পিউটার কমিটি’ নামে বিসিসির গোড়াপত্তন হয়েছিল ১৯৮৩ সালে। পরবর্তীকালে ১৯৮৮ সালে সরকার একটি রেজুলেশনের মাধ্যমে ‘জাতীয় কম্পিউটার বোর্ড (জ্যাকব)’ নামে একটি স্থায়ী সংস্থা সৃষ্টি করে। ১৯৮৯ সালের ২৫ নং অধ্যাদেশ বলে এ প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল’ করা হয়। এরপর ১৯৯০ সালে জাতীয় সংসদের ৯ নং আইন বলে ‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আইন ১৯৯০’ পাশ হলে এ প্রতিষ্ঠানটি একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে রাষ্ট্রপতির সচিবালয়ের অধীন পরিচালিত হতে থাকে। এরপর ১৯৯১ সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ন্যস্ত করা হয়। দেশে তথ্যপ্রযুক্তির চর্চা ও প্রসার ব্যাপকভাবে বৃদ্ধি পেলে বাংলাদেশ সরকার ২০১১ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নামে একটি পৃথক বিভাগ সৃষ্টি করে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে এ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণে ন্যস্ত করে। বর্তমানে প্রধান কার্যালয়সহ ঢাকা(ফরিদপুর), খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুর সাতটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম পরিচালনা করছে।
৩.১ রূপকল্প (ভিশন) এবং অভিলক্ষ্য (মিশন): বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) তথ্যপ্রযুক্তির প্রসার এবং সরকারি পর্যায়ে কম্পিউটার প্রযুক্তির প্রচলন ও সম্প্রসারণে প্রতিষ্ঠিত প্রথম সরকারি প্রতিষ্ঠান।‘জাতীয় কম্পিউটার কমিটি’ নামে বিসিসির গোড়াপত্তন হয়েছিল ১৯৮৩ সালে। পরবর্তীকালে ১৯৮৮ সালে সরকার একটি রেজুলেশনের মাধ্যমে ‘জাতীয় কম্পিউটার বোর্ড (জ্যাকব)’ নামে একটি স্থায়ী সংস্থা সৃষ্টি করে।
১৯৮৯ সালের ২৫ নং অধ্যাদেশ বলে এ প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল’ করা হয়। এরপর ১৯৯০ সালে জাতীয় সংসদের ৯ নং আইন বলে ‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আইন ১৯৯০’ পাশ হলে এ প্রতিষ্ঠানটি একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে রাষ্ট্রপতির সচিবালয়ের অধীন পরিচালিত হতে থাকে। এরপর ১৯৯১ সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ন্যস্ত করা হয়। দেশে তথ্যপ্রযুক্তির চর্চা ও প্রসার ব্যাপকভাবে বৃদ্ধি পেলে বাংলাদেশ সরকার ২০১১ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নামে একটি পৃথক বিভাগ সৃষ্টি করে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে এ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণে ন্যস্ত করে। বর্তমানে প্রধান কার্যালয়সহ ঢাকা(ফরিদপুর), খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুর সাতটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম পরিচালনা করছে।